বিজ্ঞাপন
বলছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী গ্রামের সোহেল প্রধানের সাড়ে ৫ বছরের ছোট্ট বালক মেসিখ্যাত সোহানের কথা। সবেমাত্র স্থানীয় ইউসুফ আলী কিন্ডার গার্ডেনে যাওয়া আসা করছে। বাবার উৎসাহ ও প্রেরণায় এরই মধ্যে রপ্ত করে ফেলেছে ফুটবলের নানা কৌশল। দু’হাত পিছনে দিয়ে ডান পা বাম পা, পিঠে, মাথায় হেট এভাবেই মাটিতে বল না ফেলে দীর্ঘক্ষণ বলের উপর কন্ট্রোল রাখতে পারছে। নিজের বয়সের চেয়ে কয়েক বছরের বড়দের সাথে ছোট মাঠে প্র্যাকটিসটাও করে অসাধারণ । সেই প্র্যাকটিসে দেখা গেলো তার বল নিয়ন্ত্রণে রাখার নানা কৌশল। বল পায়ে ড্রিবলিং, রিসিভ, বলের উপর কন্ট্রোল এবং বল পায়ে তার ক্ষীপ্রতা, সবাইকে ফাঁকি দিয়ে বল জালে পাঠানোর কৌশল সহ খেলার মাঠে বল নিয়ে তার নানা কারু কাজ সত্যিই চোখ ধা দিয়ে যাওয়ার মত। এ প্রতিবেদক তা সরজমিনে দেখে ও স্থানীয় ক্রিড়া সংগঠকদের সাথে কথা বলে এমনটাই জানলেন।
প্রতিবেশি দুলাল প্রধান জানায়, আমাগো মেসি’র প্র্যাকটিস বা খেলা দেখতে প্রতিদিনই তার বাড়িতে অনেক মানুষ আইসা ভিড় জমায়। আমরা প্রত্যেকদিনই ওর ফ্যাক্টিস দেহি।
এ বিষয়ে কথা হলে, উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের বাছাই করে ভালো পর্যায়ে নিয়র যাওয়ার জন্য এমনিতেই আমরা কাজ করি। সাড়ে পাঁচানীতে স্থানীয় মেসি খ্যাত সোহানের কথা আমরা শুনেছি, ওকে নিয়ে ভালো কিছু করার চিন্তা আমাদের রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মতলব উত্তর উপজেলায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফ জয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি প্রতিভাবান শিশু ফুটবলার সোহানের ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি শিশু সোহানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।