‘শিক্ষা জীবনই সুযোগ সময়কে মূল্যায়ন করার, এই সময়কে মূল্যায়ন না করা হলে বাকি জীবনে দুর্ভোগ পোহাতে হতে পারে। ইতোমধ্যে লক্ষ করা হচ্ছে, বইয়ের সাথে নিয়মিত সম্পর্ক না রেখে অনেক শিক্ষার্থী মোবাইলসহ নানান ইলেকট্রিক ডিবাইস অপব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা অনেক কষ্টে তাদের উপার্জিত টাকা খরচ করে তাদেরকে বিদ্যালয়ে পাঠায়, সন্তানরা শিক্ষা লাভ করে পরিবারের পাশাপাশি দেশের হাল ধরবে। ফাঁকিবাজির মাধ্যমে যদি গুরুত্বপূর্ণ এই সময়টা নষ্ট করা হয়, শিক্ষা জীবন শেষ করার পর তখন আর সময় পেলেও লাভ হবেনা। সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘আদর্শ একাডেমি ফরিদগঞ্জ’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা গুলো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।
বিদ্যালয়টির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান’র সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আল আমিন সোসাইটি ও ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জের সদস্য মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, ইসলামী সোসাইটি ফরিদগঞ্জ’র নির্বাহী সদস্য মাওলানা ইউনুছ হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়সূধীজন।
অনুষ্ঠানে এস.এস.সি ২০২৫ পরীক্ষায় অ+ প্রাপ্ত ৬ জন শিক্ষার্তীকে বৃত্তি কেষ্ট প্রদান, অগও বৃত্তি ২০২৪’র ২৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ, সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।