মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহাম্মদ বলেন, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন হতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করে। আপনার সন্তান সন্ধ্যার পর কী করছে এবং দিনে কার সাথে চলাচল করছে সেই বিষয়ে খোঁজ রাখতে হবে। সঙ্গদোষে অনেক কিশোর-যুবক বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়। আমাদের ঐক্যবদ্ব অবস্থান সকল অপরাধকে সমাজ থেকে দূর করবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (৯ আগষ্ট) রাত ৯টায় চুরি,ছিনতাই ও মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামের বাহরাইন প্লাজার সামনে গণসচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
ওসি সাহেল আহাম্মদ আরও বলেন, সন্ধ্যার পর প্রতিটি বাড়ির কোণায় একটি বাতি জ্বালিয়ে রাখার ব্যবস্থা নিতে হবে। সামাজিকভাবে অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আমরা থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি। মাদক এবং কিশোর গ্যাং এর কারণে চুরি, ছিনতাই এর মতো অপরাধ হচ্ছে। আমরা মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, এতে কোনো স্বজন প্রীতি বা কারো প্রভাব কাজে লাগবে না। আপরাধীকে সাজা পেতেই হবে।
ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন বেপারীর সভাপতিত্ব ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুল আউয়াল, ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ আইয়ুব খান, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত মোঃ নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোঃ গিয়াস মাল, শাহজাহান প্রধান, পৌর বিএনপি নেতা হারুন ভূইয়া, মতলব পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব আলম, পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের কোষাদক্ষ্য মোঃ সিদ্দিক খান, এলাকার যুব সমাজের পক্ষে মোঃ হেলাল বেপারী, মোঃ মাহফুজ খান প্রমুখ।
উঠান বৈঠকে পশ্চিম বাইশপুর গ্রামে সম্প্রতিকালে তালাবদ্ধ ঘরে চুরি, এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবীদের আড্ডা, রাতে মোটরসাইকেল যোগে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি, মাদক ব্যবসা, মোবাইলে জুয়া খেলা, চিহ্নিত চোর নূর হোসেন ও তার সহযোগীদের বিষয়ে এলাকাবসী মতামত প্রকাশ করেন। সেই সাথে ওই সকল অপরাধ দমনে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়।