সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন বলেছেন, আগামী সরকারের মাধ্যমে শিক্ষার ব্যাপক পরিবর্তন হবে। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উজ্জীবিত করা যায় এবং উন্নত বিশ্বে শিক্ষার্থীরা কিভাবে কর্মমুখী হতে পারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান,দক্ষতা ও মূল্যবোধ প্রদান করা, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। শনিবার সকালে কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগ এঊঘ-ত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরক্তো কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী সভাপতিত্বে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্বপ্নপূরণ প্রবাসী সংগঠনের চেয়ারম্যান মোঃ শাহীন পাটোয়ারী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মামুনুর রশিদ মোল্লা,সিআইপি এমএম সেলিম,রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান ভূঁইয়া,বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বাকী,বাংলাদেশ টেলিকমিউনিকেশন এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন পাটোয়ারী,সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন,মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী স্কাউট শিক্ষার্থীরা প্রধান অতিথি কে গার্ডোপ ওনার দেন এবং ফুল দিয়ে স্বাগত জানান পরে বিতারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।