শাহরাস্তি উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), মাদারীপুর পদে পদোন্নতিপ্রাপ্ত নিগার সুলতানাকে বিদায় সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।
গত ৭ আগস্ট, ২০২৫ বৃহস্পতিবার শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে ইউএনও নিগার সুলতানা বলেন, “শাহরাস্তির জনগণের ভালোবাসা ও আন্তরিকতা আমি কখনোই ভুলব না। দূরে গেলেও গণমাধ্যম কর্মী তথা আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা স্মরণে থাকবে আমার।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএমএসএফ শাহরাস্তি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন তরুণ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, কার্যকরী সদস্য ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, মোঃ মাহবুব হাসান বাবলু, প্রেসক্লাব সদস্য মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁর নতুন কর্মস্থলের জন্য আন্তরিক শুভকামনা জানান এবং বিশ্বাস করেন যে তিনি তাঁর মহৎ গুণাবলি নিয়ে ভালো থাকবেন।