চাঁদপুরের মতলব দক্ষিণে গাজীপুরের বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট ( সোমবার) সকাল সাড়ে দশটায় মতলব প্রেসক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গোলাম সারওয়ার সেলিম। এসময় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, মাহফুজ মল্লিক, জাহাঙ্গীর আলম, আশরাফুল জাহান শাওলিন, শরীফ উল্লাহ টিটু, সমীর ভট্টাচার্য বলু, দীপু সরকার, গোলাম হায়দার মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সদস্য শ্যামল চন্দ্র দাস, নিমাই ঘোষ, লোকমান হোসেন হাবীব, মোশাররফ হোসেন তালুকদার, সফিকুল ইসলাম রিংকু, সাইদুল আরেফিন শ্যামল, আরিফুল ইসলাম শান্ত, এবং সাংবাদিক তাসকিন আহমেদ দীপু,সাইফুল ইসলাম সবুজ, হাসান বেপারী ও পলাশ রায়।
এসময় বক্তারা বলেন গাজীপুরে যেভাবে নির্মমভাবে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিশৃংসভাবে হত্যা করেছে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তুহিন হ্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ত দিতে হবে, পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হবে।কারন সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করে।