ঢাকা 11:51 pm, Tuesday, 12 August 2025

লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম।

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় ফরিদগঞ্জ সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ডা.আবুল কালাম আযাদ।

রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.আবুল কালাম আযাদ। এ সময় তিনি বলেন,‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আর সেই সুন্দর বাসযোগ্য বাংলাদেশের উপকরণ হলো এখানে যারা উপস্থিত আছে তারা। আজকের শিশুই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। অতএব, সকল ধরনের অসুন্দর কাজ এবং পরিবেশ থেকে আমাদের শিশুদের হেফাজতে রাখতে হবে। তাদেরকে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে গড়ে তুলতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার শিশু যাতে ডিভাইসে আক্রান্ত না হয়।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি কাউসার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, দপ্তর সম্পাদক মো. টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাত প্রমুখ।

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কার্যালয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ অভিমুখী সড়কের পাশে, যাকে রূপসা রাস্তার মোড় বলা হয়ে থাকে। সাবেক ঝর্ণা হাসপাতালের বিপরীত পাশের ভবনের ২য় তলায়।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Update Time : 08:19:52 pm, Monday, 11 August 2025

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় ফরিদগঞ্জ সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ডা.আবুল কালাম আযাদ।

রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.আবুল কালাম আযাদ। এ সময় তিনি বলেন,‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আর সেই সুন্দর বাসযোগ্য বাংলাদেশের উপকরণ হলো এখানে যারা উপস্থিত আছে তারা। আজকের শিশুই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। অতএব, সকল ধরনের অসুন্দর কাজ এবং পরিবেশ থেকে আমাদের শিশুদের হেফাজতে রাখতে হবে। তাদেরকে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে গড়ে তুলতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার শিশু যাতে ডিভাইসে আক্রান্ত না হয়।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি কাউসার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, দপ্তর সম্পাদক মো. টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাত প্রমুখ।

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কার্যালয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ অভিমুখী সড়কের পাশে, যাকে রূপসা রাস্তার মোড় বলা হয়ে থাকে। সাবেক ঝর্ণা হাসপাতালের বিপরীত পাশের ভবনের ২য় তলায়।