বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ৩০২৫)বাদ আছর উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
আলোচনা সভায় মুঠো ফোনে বক্তব্য রাখের দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারী। তিনি বলেন, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া। আজকের বাংলাদেশ যার কারণে সমৃদ্ধ তিনি হলেন আমাদের নেত্রী। তিনি যদি নিজের জীবনের পরোয়া না করে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করতেন তাহলে আহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম না। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও কোন আপোষ করেন নি বলেই , আমরা ৫ আগস্ট পেয়েছি।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল উপজেলা শাখার আহবায়ক আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব নজির আলী খান, বিএনপি নেতা মুছা গাজী, আবুল কালাম বেগ, সাংস্কৃতিক দল উপজেলা শাখার সদস্য জুলহাস মিয়া, গুপ্টি পশ্চিম ইউনিয়ন সাংস্কৃতিক দল নেতা সোহেল ভূঁইয়া, মো. রফিকুল ইসলাম ছোটন, সজিব বেগ, বেলাল হঁসেন ভূঁইয়া।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ষোলদানা মুহিউস্ সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মো. হোসেন।