ঢাকা 4:20 pm, Saturday, 16 August 2025

‘তালাকের কাগজে সিল-স্বাক্ষর নাই, রিয়ামনি এখনও আমার বউ’

গত বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনে ভালো নেই কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। স্ত্রী রিয়ামনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগত বা সাংসারিক সীমানা অতিক্রম করে জনসম্মুখে চলে এসেছে বহু আগেই। এরই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে গণমাধ্যমের সামনে বেশ খোলামেলাভাবে কথা বলেন আলম।

শুক্রবার রাতে বগুড়ায় নিজের বাসায় হওয়া এই সংবাদ সম্মেলনে হিরো আলম স্পষ্ট জানিয়ে দেন, রিয়ামনির সঙ্গে তার তালাক হয়নি। তার দাবি, ‘রিয়ামনির কাগজে ডিভোর্স পেপারে সিল-স্বাক্ষর, কাজির নাম এগুলোর কিছুই নাই। এগুলো ম্যাক্স অভি বানিয়ে রিয়াকে দিয়েছে।’

রিয়ামনির সঙ্গে হিরো আলমের সম্পর্কের অবনতি কয়েক সপ্তাহ ধরেই প্রকাশ্যে চলে আসে। ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনির ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। হিরো আলমের দাবি, অনৈতিক সম্পর্কে জড়িয়ে হোটেলে ধরা পড়ায় নিজের মান বাঁচানোর জন্যই রিয়ামনি ডিভোর্সের অজুহাত দেন।

এর আগে এই সম্পর্ক ভাঙনের প্রেক্ষাপটেই হিরো আলম সামাজিক মাধ্যমে নিজেকে ‘মৃত’ ঘোষণা করেন এবং ১৩ আগস্ট বিকেলে নিজের জানাজা পড়ানোর ঘোষণাও দেন। তবে সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর মাঝেই ছড়িয়ে পড়ে তার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।

প্রেস মিটে ইতি নামের এক নারীর সঙ্গে নিজের সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেন হিরো আলম। মিথিলা নামের এক নারীর করা ধর্ষণ মামলার বিষয়ে তিনি বলেন, মামলা কোর্টে চলছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন।

তার ভাষায়, ‘যারাই আমার নামে ঝামেলা করে তারাই ভাইরাল হয়। মিথিলাও চায় ভাইরাল হয়ে এরপর একটা বিউটি পার্লারের ব্যবসা শুরু করতে। কিন্তু বিয়ের কাগজ এখনও দেখাতে পারেনি।’

সবশেষে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘মিথিলা, ইতি এরা কখনোই আমার জীবনে জায়গা পায়নি, আর কোনোদিনও পাবে না।’

এতসব নাটকীয় ঘটনার পরও হিরো আলমের অবস্থান একটাই—রিয়ামনি এখনও তার বউ, আর ডিভোর্সের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্ট— অনুসন্ধানে যা জানা গেল

‘তালাকের কাগজে সিল-স্বাক্ষর নাই, রিয়ামনি এখনও আমার বউ’

Update Time : 12:15:35 pm, Saturday, 16 August 2025

গত বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনে ভালো নেই কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। স্ত্রী রিয়ামনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগত বা সাংসারিক সীমানা অতিক্রম করে জনসম্মুখে চলে এসেছে বহু আগেই। এরই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে গণমাধ্যমের সামনে বেশ খোলামেলাভাবে কথা বলেন আলম।

শুক্রবার রাতে বগুড়ায় নিজের বাসায় হওয়া এই সংবাদ সম্মেলনে হিরো আলম স্পষ্ট জানিয়ে দেন, রিয়ামনির সঙ্গে তার তালাক হয়নি। তার দাবি, ‘রিয়ামনির কাগজে ডিভোর্স পেপারে সিল-স্বাক্ষর, কাজির নাম এগুলোর কিছুই নাই। এগুলো ম্যাক্স অভি বানিয়ে রিয়াকে দিয়েছে।’

রিয়ামনির সঙ্গে হিরো আলমের সম্পর্কের অবনতি কয়েক সপ্তাহ ধরেই প্রকাশ্যে চলে আসে। ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনির ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। হিরো আলমের দাবি, অনৈতিক সম্পর্কে জড়িয়ে হোটেলে ধরা পড়ায় নিজের মান বাঁচানোর জন্যই রিয়ামনি ডিভোর্সের অজুহাত দেন।

এর আগে এই সম্পর্ক ভাঙনের প্রেক্ষাপটেই হিরো আলম সামাজিক মাধ্যমে নিজেকে ‘মৃত’ ঘোষণা করেন এবং ১৩ আগস্ট বিকেলে নিজের জানাজা পড়ানোর ঘোষণাও দেন। তবে সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর মাঝেই ছড়িয়ে পড়ে তার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।

প্রেস মিটে ইতি নামের এক নারীর সঙ্গে নিজের সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেন হিরো আলম। মিথিলা নামের এক নারীর করা ধর্ষণ মামলার বিষয়ে তিনি বলেন, মামলা কোর্টে চলছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন।

তার ভাষায়, ‘যারাই আমার নামে ঝামেলা করে তারাই ভাইরাল হয়। মিথিলাও চায় ভাইরাল হয়ে এরপর একটা বিউটি পার্লারের ব্যবসা শুরু করতে। কিন্তু বিয়ের কাগজ এখনও দেখাতে পারেনি।’

সবশেষে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘মিথিলা, ইতি এরা কখনোই আমার জীবনে জায়গা পায়নি, আর কোনোদিনও পাবে না।’

এতসব নাটকীয় ঘটনার পরও হিরো আলমের অবস্থান একটাই—রিয়ামনি এখনও তার বউ, আর ডিভোর্সের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।