চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডে অবস্থিত শহরের প্রানকেন্দ্র কলাদী এলাকা থেকে শুক্রবার মাঝরাত আনুমানিক ২ টা থেকে ৩ টার মধ্যে গরু চুরির এই ঘটনা ঘটে।
এসময় চোরেরা বাড়ির ভিতরে অবস্থিত গোয়াল ঘর থেকে আটটি তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। গরুর মালিক মোঃ সালামত প্রধান বলেন বহু বছর ধরেই শখের বশে আমি গরু পালন করে আসছি। আমাদের এই এলাকায় কখনো গরু চুরির ঘটনা ঘটেনি। তারপর ও নিরাপত্তার স্বার্থে আমি গোয়াল ঘরের বাহিরে তালা দেওয়া এবং গরুগুলোকে আমি গলায় শিকল দিয়ে বেঁধে রাখি। গত রাতে চোরেরা আমার ২টি গর্ভবতী গাভী ও একটি ষাড় গরু চুরি করে নিয়ে যায়। তিনটি গরুর আনুমানিক মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। তালাগুলো ভাঙতে তারা মেশিনের ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
এই চুরির ঘটনায় এলাকাবাসী আক্ষেপ করে বলেন আমরা মতলব পৌরসভার প্রাণকেন্দ্র কলাদীর টিএন্ডটি এলাকার বাসিন্দা। অনেক শহরে দেখেছি নিরাপত্তার স্বার্থে রাস্তার মোড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সি সি ক্যামেরা লাগানো থাকে। কিন্তু আমাদের প্রথম শ্রেনীর পৌরসভায় কোথাও সি সি ক্যামেরার ব্যবস্হা আছে বলে আমাদের মনে হয় না। যার ফলে অনেকেই চুরি করে পার পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় অবগতি চাচ্ছেন এলাকাবাসী।
চুরির বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ জানান, চুরির অভিযোগ পেয়েছি আমাদের তল্লাশি শুরু করেছি।