চাঁদপুরের মতলব পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ আগষ্ট বিকালে উপজেলা সদরের পানির ট্যাংকিতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম সেলিমের পরামর্শে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়াজী এই ঘোষণা দেন।
ঘোষিত কমিটির সভাপতি মোঃ আব্দুল হাই মোহন, সাধারণ সম্পাদক মোঃ কামাল প্রধান ও সাংগঠনিক সম্পাদক জনাব বাচ্চু পাঠানের নাম উল্লেখ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন। এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ বাপন আহম্মেদ প্রধান, নায়েরগাঁও ইউনিয়ন জাপার সভাপতি সার্জেন্ট (অবঃ) আব্দুল কাদের, জাহাঙ্গীর বেপারি, আলাউদ্দিন মিয়াজী, মিজানুর রহমান, কালাম প্রধান, হেলাল প্রধান প্রমূখ।
কমিটি ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন আব্দুল বাতেন মিয়াজী, বাপন আহম্মেদ প্রধান ও সার্জেন্ট (অবঃ) আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে আব্দুল বাতেন মিয়াজী বলেন জাতীয় পার্টির সভাপতি জি এম কাদের ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার শামীম হায়দারের হাতকে শক্তিশালী করার লক্ষে কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা মতলব পৌরসভার প্রতিটি ওয়ার্ড কমিটি নতুন করে গঠন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। সকল নেতাকর্মী ও আপামর জনসাধারণ আমাদের পাশে থাকবেন বলে আমি আশাবাদী।