বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকাল তিনটায় অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও সহ-সভাপতি সাইদুল আরেফিন শ্যামলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা সহকারী শিক্ষকা অফিসার আব্দুল হাই, অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান সাগর, নতুন কুড়ি একাডেমীর পরিচালক মোঃ ইদ্রিস খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশ্বিনপুর আইডিয়াল স্কুলের মোঃ হোসেন প্রধান এবং গীতা পাঠ করেন মতলব আইডিয়াল স্কুলের শিক্ষিকা অনিতা সরকার। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে টেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।