চাঁদপুর জেলা ছাত্রদল কর্তৃক সদ্য ঘোষিত মতলব সরকারি ডিগ্রী কলেজ শাখায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের ত্যাগী কর্মীরা।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে মতলব পৌরসভাস্থ টিএন্ডটি এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না।
লিখিত বক্তব্যে ইদ্রিস সরকার মুন্না বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে হাতে খড়ির সংগঠন বাংলাদেশ ছাত্রদলের মতলব দক্ষিণ উপজেলার ছাত্র রাজনীতির আতুর ঘর হল মতলব সরকারী ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পর এই শাখায় কমিটি গঠন করার বিষয়টি আমাদের মনকে আনন্দের পরিবর্তে করেছে রক্তক্ষরণ। সদ্য ঘোষিত মতলব দক্ষিনে কলেজ এবং মাদ্রাসার কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে এদের অধিকাংশ বিতর্কিত এবং ৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতার মত। এদের মধ্যে অনেকেই ফ্যাসিস্ট ছাত্রলীগের সহযোগী এবং কর্মী। জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে এরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপিদের এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। যার সঠিক প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তাদের বিষয়ে ইতিপূর্বে জেলাকে অবহিত করা হয়েছিল। তাই আমাদের দাবি হলো অনতিবিলম্বে মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে একটি সুন্দর কমিটি প্রদানের জন্য জেলা ছাত্রদলের প্রতি উদার্থ আহ্বান রইল। সেই সাথে ঘোষিত কমিটিতে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তাদেরকে মতলব ডিগ্রী কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা বলেন, মতলব দক্ষিণ উপজেলায় চারটি কলেজ রয়েছে। প্রতিটি কলেজে জেলা ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। কমিটি গঠন করার লক্ষ্যে ইতিপূর্বে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করা হলেও আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করেছি জীবন বৃত্তান্ত জমা প্রদান ছাড়াও অনেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দসর ঘোষিত কমিটিতে স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে মতলব পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম হোসেন সরকার রবিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মতলব সরকারি ডিগ্রী কলেজের সদ্য সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন সহ মতলব ডিগ্রি কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।