শাহরাস্তিতে রাগৈ যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় ইউপি বিএনপির নেতা মুনছুর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি বক্তব্য বলেন, আজ যুবসমাজ পথভ্রষ্ট। তারা শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়াশৈলী থেকে দুরে সরে যাচ্ছে। এতে তারা জড়িয়ে পড়ছে নানান অনিয়মে ।
প্রীতি ম্যাচটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং তাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক রুহুলামিন তরুণ, সাংবাদিক মোঃ মাসুদ রানা, মাহবুব হাছান বাবলু, জাকির হোসেন নয়ন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাখায়াৎ হোসেন হ্দদয়, লিটন। ইয়াছিন গণি,খোরশেদ আলম।