চাঁদপুরের মতলব দক্ষিণ বর্ণাঢ্য আয়োজনে ৩ সেপ্টেম্বর ( বুধবার) বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে রংবেরঙের ব্যানার ফেস্টুন প্লে কার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং মতলপৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, মাতলাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মল্লিক মহম্মদ শাজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব পারভেজ পনির প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর ইউনিয়ন , খাদেরগাঁও ইউনিয়ন, উপাদী উত্তর ও উৎপাদী দক্ষিণ এবং মতলব পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতা, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে রংবেরঙের বেনার ফেস্টুন প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করছেন।