শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহরাস্তি পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান সহকারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক নাজিয়া হোসেন। পৌর প্রশাসক তার বক্তব্যে বলেন, “শাহরাস্তি পৌরবাসী আপনার থেকে যে সেবা নিয়েছে তার মাধ্যমে আপনাকে মনে রাখবে। আপনার পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা রইলো।”
বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ বলেন, আমি দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপ সহকারী প্রকৌশলী নোমান হোসেন, এ্যসেসর নাসির উদ্দিন ও আবু সুফিয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দিন খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে পৌর প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন ও ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন।