চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দক্ষিণ উপাদী গ্রামের মিয়াজী বাড়ীর জাহাঙ্গীর মিয়াজির ছেলে তুষারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানাযায়, জাহাঙ্গীর মিয়াজী তার ছেলে তুষার ২২ কে দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ বিষয়ে তার চাচা কবির মিয়াজী বাধা দিলে কবির মিয়াজীর ঘরে হামলা করতে যায় এবং বারাবাড়ি করলে প্রাননাশের হুমকি দেয় তুষার । জাহাঙ্গীর মিয়াজী সপরিবারে দির্ঘদিন যাবত ঢাকায় অবস্থান করে মাদক করে আসছিল । কিছু দিন আগে তারা দেশের বাড়ী উপাদীতে এসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে । এলাকার একাধিক ব্যক্তিরা বলেন এভাবে মাদক বিক্রি করলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে । তাই প্রশাসনের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
তুষারের চাচা কবির মিয়াজী বলেন তারা ঢাকাতে থাকতো এখন বাড়ীতে আইয়া মাদক ব্যবসা করছে ।
ওই বাড়ীর হাজেরা বেগম জানান তুষারের বোন ঢাকা থেকে মাদক নিয়ে আসে আর তুষার এলাকায় বিক্রি ও সেবন করে । আমরা ভয়ে কিছু বলতে পারিনা । কিছু বল্লে বিভিন্ন হুমকি ভাবে হুমকী দেয় ।
এ বিষয়ে এলাকার বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন বলেন তুষারের মাদক সেবনের বিষয়টি আমি জানি । তবে মাদক বিক্রি করার বিষয়টি আমি জানিনা ।