ঢাকা 12:36 am, Monday, 8 September 2025

মতলবে বায়নার টাকা নিয়ে অন্যত্র জায়গা বিক্রির অভিযোগ

মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া এলাকার মোঃ আঃ ছাত্তার ভাঙ্গারপাড় মৌজার ২১ শতাংশ জায়গার বায়না টাকা নিয়ে অন্যত্র জায়গা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে এ বিষয়ে অভিযোগ করেছেন দক্ষিন বাইশপুর এলাকার মোঃ হেলাল মিয়া। তিনি অভিযোগ করে বলেন, সাবেক ১৬৬, হাল- ১৮৪ ভাঙ্গারপাড় মৌজার মধ্যে সিএস- ২৪৬, এসএ- ১৬৭ মোঃ ২১ শতাংশ জায়গা এ বছরের ২ ফেব্রæয়ারিতে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে উত্তর বাইশপুর এলাকার মোঃ মানিক দেওয়ানের সাথে বায়না বাবদ ২০ লক্ষ টাকা মূল্যে ১ লক্ষ টাকা বায়না দিয়ে বায়নাপত্র দলিল করা হয়। এর পূর্বে মোঃ মানিক দেওয়ান বিগত ১৭/০৪/২০২৪ইং তারিখে বাবুরপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়াজীর ছেলে মোঃ আঃ ছাত্তার হইতে ২১ শতাংশ জায়গা ২০ লক্ষ টাকা মূল্যে বায়না বাবদ ৬লক্ষ টাকা দিয়ে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে বায়নাপত্র দলিল করে। কিন্তু মোঃ আঃ ছাত্তার যথাসময়ে জায়গা রেজিষ্ট্রি করে না দিয়ে অন্যত্র বেশী দামে জায়গা বিক্রি করে দেয়। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলে আঃ ছাত্তার কাউকে মানে না। সে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বায়নার টাকা ফেরত দিতে চাচ্ছে।
বায়নাপত্র দলিল দাতা মানিক দেওয়ান জানান, টাকার প্রয়োজনে আমার বায়নাপত্র দলিল দিয়ে হেলাল মিয়ার সাথে বায়না দলিল করেছি। ছাত্তার মিয়া থেকে জায়গা রেজিষ্ট্রি নিয়ে আমার টাকা শোধ করবে।
এ বিষয়ে জায়গার মালিক মোঃ আঃ ছাত্তার জানান, ষ্ট্যাম্পে আমার জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। আমি তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে চাইলে তিনি টাকা নিচ্ছেন না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মতলবে বায়নার টাকা নিয়ে অন্যত্র জায়গা বিক্রির অভিযোগ

Update Time : 12:26:50 am, Monday, 8 September 2025
মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া এলাকার মোঃ আঃ ছাত্তার ভাঙ্গারপাড় মৌজার ২১ শতাংশ জায়গার বায়না টাকা নিয়ে অন্যত্র জায়গা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে এ বিষয়ে অভিযোগ করেছেন দক্ষিন বাইশপুর এলাকার মোঃ হেলাল মিয়া। তিনি অভিযোগ করে বলেন, সাবেক ১৬৬, হাল- ১৮৪ ভাঙ্গারপাড় মৌজার মধ্যে সিএস- ২৪৬, এসএ- ১৬৭ মোঃ ২১ শতাংশ জায়গা এ বছরের ২ ফেব্রæয়ারিতে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে উত্তর বাইশপুর এলাকার মোঃ মানিক দেওয়ানের সাথে বায়না বাবদ ২০ লক্ষ টাকা মূল্যে ১ লক্ষ টাকা বায়না দিয়ে বায়নাপত্র দলিল করা হয়। এর পূর্বে মোঃ মানিক দেওয়ান বিগত ১৭/০৪/২০২৪ইং তারিখে বাবুরপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়াজীর ছেলে মোঃ আঃ ছাত্তার হইতে ২১ শতাংশ জায়গা ২০ লক্ষ টাকা মূল্যে বায়না বাবদ ৬লক্ষ টাকা দিয়ে ৩০০/- টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে বায়নাপত্র দলিল করে। কিন্তু মোঃ আঃ ছাত্তার যথাসময়ে জায়গা রেজিষ্ট্রি করে না দিয়ে অন্যত্র বেশী দামে জায়গা বিক্রি করে দেয়। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলে আঃ ছাত্তার কাউকে মানে না। সে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বায়নার টাকা ফেরত দিতে চাচ্ছে।
বায়নাপত্র দলিল দাতা মানিক দেওয়ান জানান, টাকার প্রয়োজনে আমার বায়নাপত্র দলিল দিয়ে হেলাল মিয়ার সাথে বায়না দলিল করেছি। ছাত্তার মিয়া থেকে জায়গা রেজিষ্ট্রি নিয়ে আমার টাকা শোধ করবে।
এ বিষয়ে জায়গার মালিক মোঃ আঃ ছাত্তার জানান, ষ্ট্যাম্পে আমার জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। আমি তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে চাইলে তিনি টাকা নিচ্ছেন না।