মতলব সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তামজিদ আহমেদের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে মতলব পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, ইয়াসিন আরাফাত শুভ, মোল্লা মাহিন, রাফসান সরকার হৃদয়, সাদেক প্রধান, মতলব কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মোঃ শাওন, মোঃ সাকিল হোসেন সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ বলেন, বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন তারা। সেই সঙ্গে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।
পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা হবে।