বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন (ব্যালট নং:২) ৪৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুন্সী (ব্যালট নং:১) ১৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া।
নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে ইতিমধ্যে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার চারটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬শত ৮৭ জন ভোটারের মধ্যে ৬শত ৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে নির্বাহী সভাপতি পদে ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া ব্যালট নং ৪ (৩০৯) ভোট পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ব্যালট নং ৩ (৩২৪) ভোট।
নির্বাহী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন এদের মধ্যে নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান ব্যালট নং ৫ (২৭৮) ভোট বাড়িগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মতিউর রহমান ব্যালট নং ৭ (২৪৯) ভোট এবং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আবু তাহের ব্যালট নং ৬ (১০৫) ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন এদের মধ্যে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সরফুদ্দিন মৃধা ব্যালট নং ৮ (৪০২) ভোট এবং কালিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ৯ (২২৯) ভোট।
সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম খান।
উল্লেখ্য যে গত ৩১ আগস্ট বাংলাদেশ শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।