ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে প্রাইভেটকারের ধাক্কায় খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তি চরমে

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজার এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোগান্তিতে পরেছে বাসাবাড়ির মানুষ ও পথচারীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে ব্যস্ত ওই সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন ভেঙে পড়া খুঁটির নীচ দিয়ে চলাচল করছে।

পথচারী মো:জয়নাল মিয়া বলেন, মামলার জরুরি কাজে চাঁদপুর কোর্টে যাচ্ছি। মতলব থেকে চাঁদপুর যাওয়ার পথে মুন্সিরহাট বাজার এলাকায় বড় যানজটের কারণে সমস্যায় পড়ে গেছি। স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আরসিসি খুঁটিতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে তানজিলা আক্তার বলেন, সকাল থেকে বিদ্যুৎ নাই। গরমও পরছে অনেক। ছোট বাচ্চা নিয়ে আছি বিপদে। গরমে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। কোন সময় বিদ্যুৎ আসবে এর কোনো ঠিকঠিকানা নাই। স্থানীয় বাসিন্দা খোকন সর্দার বলেন, সৌভাগ্যবশত প্রাণহানি হয়নি। তবে চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাড়ির গতি প্রচণ্ড ছিল, তাই খুঁটিতে আঘাত তীব্র হয়েছিল।

চাঁদপুর মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার কারণে ৫ নাম্বার ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া খুঁটি দ্রুত অপসারণের কাজ চলছে। আশা করছি, দ্রুত কাজে শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নির্বাচনে আচরণ বিধি যেনো লঙ্গন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফরিদ আহমেদ মানিক

মতলবে প্রাইভেটকারের ধাক্কায় খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তি চরমে

Update Time : ০৮:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজার এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোগান্তিতে পরেছে বাসাবাড়ির মানুষ ও পথচারীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে ব্যস্ত ওই সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন ভেঙে পড়া খুঁটির নীচ দিয়ে চলাচল করছে।

পথচারী মো:জয়নাল মিয়া বলেন, মামলার জরুরি কাজে চাঁদপুর কোর্টে যাচ্ছি। মতলব থেকে চাঁদপুর যাওয়ার পথে মুন্সিরহাট বাজার এলাকায় বড় যানজটের কারণে সমস্যায় পড়ে গেছি। স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আরসিসি খুঁটিতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে তানজিলা আক্তার বলেন, সকাল থেকে বিদ্যুৎ নাই। গরমও পরছে অনেক। ছোট বাচ্চা নিয়ে আছি বিপদে। গরমে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। কোন সময় বিদ্যুৎ আসবে এর কোনো ঠিকঠিকানা নাই। স্থানীয় বাসিন্দা খোকন সর্দার বলেন, সৌভাগ্যবশত প্রাণহানি হয়নি। তবে চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাড়ির গতি প্রচণ্ড ছিল, তাই খুঁটিতে আঘাত তীব্র হয়েছিল।

চাঁদপুর মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার কারণে ৫ নাম্বার ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া খুঁটি দ্রুত অপসারণের কাজ চলছে। আশা করছি, দ্রুত কাজে শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে।