ঢাকা 3:32 am, Thursday, 16 October 2025

মতলবে পূজামন্ডপ পরিদর্শনে সহকারী কমিশনার ভূমি মুমতাহিম পৃথুলা

Oplus_131072

মতলব দক্ষিণে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিম পৃথুলা ।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের জয় কালী মন্দির পূজা মন্ডপ, সুধাংশু ঠাকুর বাড়ী পূজা মন্ডপ,  নারায়বপুরের সরপাড় ও নায়েরগাঁও ইউনিয়নে সুনিল দাসের বাড়ী পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক সমির ভট্টাচার্য্য (বলু) জয়কালী মন্দির কমিটির সদস্য রাম চন্দ্র রায়, ভূমি অফিস কর্মকর্তা মনির হোসেন ও বাবু দেওয়াবসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা ।
সহকারী কমিশনার ভূমি মনতাহিম পৃথুলা বলেন, শারদীয়  দুর্গাপূজা সফল ভাবে উদযাপনের জন্য লক্ষে প্রশাসন থেকে সব ধরনে ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন , মন্দির পাহারা নিশ্চিত করাসহ দিকনির্দেশনা মূলক নির্দেশ দেন ৷
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

মতলবে পূজামন্ডপ পরিদর্শনে সহকারী কমিশনার ভূমি মুমতাহিম পৃথুলা

Update Time : 06:33:26 pm, Thursday, 25 September 2025
মতলব দক্ষিণে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিম পৃথুলা ।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের জয় কালী মন্দির পূজা মন্ডপ, সুধাংশু ঠাকুর বাড়ী পূজা মন্ডপ,  নারায়বপুরের সরপাড় ও নায়েরগাঁও ইউনিয়নে সুনিল দাসের বাড়ী পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক সমির ভট্টাচার্য্য (বলু) জয়কালী মন্দির কমিটির সদস্য রাম চন্দ্র রায়, ভূমি অফিস কর্মকর্তা মনির হোসেন ও বাবু দেওয়াবসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা ।
সহকারী কমিশনার ভূমি মনতাহিম পৃথুলা বলেন, শারদীয়  দুর্গাপূজা সফল ভাবে উদযাপনের জন্য লক্ষে প্রশাসন থেকে সব ধরনে ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন , মন্দির পাহারা নিশ্চিত করাসহ দিকনির্দেশনা মূলক নির্দেশ দেন ৷