চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া নিজ জন্মভূমির মাটিতে জনগণের সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপন করে ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাইমচর উপজেলার রায়ের বাজার, চৌধুরী বাজার, কে বি এন বাজার, কমলাপুর বাজার, আনন্দ বাজার ও বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “এই এলাকার মানুষের সুখ-দুঃখ আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি এই জনপদের উন্নয়নে নিজেকে নিবেদিত করবো। উন্নত শিক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ এবং সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ হাইমচর উপহার দেওয়া আমার অঙ্গীকার।”
তিনি আরো বলেন,আমার প্রিয় এলাকায় দল মত নির্বিশেষে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। এবং ন্যায় ও ইনসাফের প্রতিক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, উত্তর আলগী ইউনিয়ন আমীর আলহাজ্ব ওমর ফারুক, সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম সাঈদ, ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ আব্দুল হান্নান, ৪নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ আজিম উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সেক্রেটারী মোঃ মোস্তফা মিয়া এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।