হাজীগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|
উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন । এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শাহীন, প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুদ, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্য সংবাদকর্মী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।
বক্তব্য শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ও শিক্ষকরা।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।