চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলকে ২-১ গোলে হারিয়েছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪র্থ খেলায় চাঁদপুর সদর জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রথম সেমিপাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মতলব উত্তর বনাম চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল।
এদিকে বৃহস্পতিবার ম্যাচের শুরুতে চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ উপজেলার খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে পরিচিত হন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকী।
টসে জয়ী হাজীগঞ্জ উপজেলা প্রথম ২ মিনিটেই পেনাল্টিতে ১ গোল হজম করে। পেনাল্টিতে গোল দেয় চাঁদপুর সদরের ইয়াছিন। ১০ মিনিটের মাথায় আরেকটি গোল পায় চাঁদপুর সদর উপজেলা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থা। দ্বিতীয় গোলটি দেয় চাঁদপুর সদর উপজেলার অধিনায়ক আশিক।
খেলার দ্বিতীয়ার্ধে বিধি বহি:ভুতভাবে ফাউল করায় চাঁদপুর সদর উপজেলার সিমরান ১২ নং জার্সিধারী খেলোয়াড় লাল কার্ড পান। খেলার ৮১ মিনিটে হাজীগঞ্জ ১ টি গোল পরিশোধ করে। ফলে ২-১ ব্যবধানে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করে। খেলা উপভোগ করার জন্য বহু সংখ্যক দর্শক সমাগম হয়।
চাঁদপুর সদর ও হাজিগঞ্জ উপজেলা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদপুর সদরের গোলকিপার কাউসার। ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও আরডিসি মোহাম্মদ আল এমরান খানসহ অন্যান্য কর্মকর্তারা।