ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন। শনিবার বিকেলে কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ১শত ১৭ টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতাদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান প্রমূখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক সুপার ফাইভদের নিয়ে আজকের এ মতবিনিময় সভা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও এক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে। নির্বাচনকে সামনে রেখে অনেক প্রতিবন্ধকতা দেখা দিবে। সকল প্রতিবন্ধকতা ধৈর্যের সাথে মোকাবেলা করে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজন দলের ঐক্য। সকল ভেদাবেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কচুয়ায় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো গুজবে কান না দিয়ে আমাদের নেতার নির্দেশনা পালন করবো।
মতবিনিময় সভা শেষে সুপার ফাইভ নেতাদের সাথে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা মোশারফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পৌর এলাকায় বিশাল শোডাউন করে।