চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আব্দুল মোবিন বলেছেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রগঠনে জামায়াতে ইসলামী সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে। আমরা সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পূজার পরেও যদি আপনারা আপনাদের কার্যক্রমে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পরে আইনশৃঙ্খলা মিটিংয়ে আমাদের বলা হয়েছিল, আপনারা একটু কষ্ট করে হলেও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে তারা যেন নিশ্চিন্তে ও নিরাপদে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে- সে বিষয়ে নজর রাখবেন। এরপর থেকে আমাদের যুবক ও ছাত্ররা খোঁজ খবর নিয়েছে এবং নিচ্ছে, যাতে কোনো দুর্বৃত্ত তাদের ক্ষতি করতে না পারে।’
সোমবার (২৯ সপ্টেম্বের ২০২৫) রাতে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মোঃ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ান, সহকারী সেক্রেটারী ও শুরা সদস্য মো. মিজানুর রহমান, মতলব পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শরীফ উল্লাহ পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক, শুরা ও কর্মপরিষধ সদস্য মো. আনোয়ার হোসেন, যুব বিভাগের সেক্রেটারী সাংবাদিক এএম ইদ্রিছ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব পৌর শাখার সভাপতি মো. মারুফ হোসেন মানিক, মতলব পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মো. সাইদুর রহমান, ৪নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ আবু সালেহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, জগন্নাথ দেব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।