হাজীগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দ’সহ সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য এম মিজানুর রহমান লিটন।
জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসন’সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড চাইজিন রেস্টুরেন্টে এ মতিবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এম মিজানুর রহমান লিটন বলেন, জনদুর্ভোগের অন্যতম স্থান কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহসাড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা। এখানে সড়কে বড় বড় গর্ত থাকার কারণে নিয়মিত দুর্ঘটনার পাশাপাশি প্রতিনিয়ত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকে।
এছাড়া বাজারের মধ্যে যানজট নিরসনে হকারমুক্ত করা হয়েছে। সে জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখলাম, হকারের স্থান এখন অটো-সিএনজির দখলে। অথচ এই সড়ক দিয়ে প্রতিনিয়ত প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তা’সহ উপজেলা ও পৌর প্রশাসক নিয়মিত চলাচল করছেন। বিষয়টি তাদের চোখে পড়ছেনা।
তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাতায়াতের মূল সড়ক’সহ প্রত্যন্ত অঞ্চলের অনেক রাস্তা বেহাল দশা অবস্থা পড়ে আছে। এমনও রাস্তা রয়েছে, আপনার দেখলেই মনে হবে, পাকা রাস্তার চেয়ে কাঁচা রাস্তা থাকাটায় ভালো ছিলো। এই বর্ষায় পানি-কাদায় একাকার। গ্রামের লোকজন অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
তিনি বলেন, হাজীগঞ্জে বাজারের প্রবেশধারের চর্তুদিকে সড়কের পাশে উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ওইসব এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও বাজারে ড্রেনের উপর স্লাব না থাকা এবং ব্যবসায়ীদের অসচেতন হওয়ার কারণে সবাই ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন।
মিজানুর রহমান লিটন বলেন, সাধারণ মানুষের চিকিৎসার আতুরঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ আমরা সেখানে ছাগল ও কুকুরের অবাধ বিচরণ দেখতে পাই। চারদিকে ময়লা-আবর্জনা, পরিস্কার-পরিচ্ছতার অভাব। অভিযোগ রয়েছে, চিকিৎসকদের অনেকে সময়মতো আসেন না, আবার সময়ের আগেই হাসপাতাল থেকে চলে যান।
তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে এসব সমস্যার জরুরি সমাধান প্রয়োজন। যেভাবে যানজটের নিরসনে গুরুত্ব দেওয়া হয়েছে, একইভাবে ড্রাম্পিং স্টেশন স্থাপনে গুরুত্ব দিতে হবে। ড্রেনের উপর জরুরি ভিত্তিতে স্লাব দিতে হবে এবং যারা ড্রেনে আবর্জনা ফেলছেন, তাদের প্রতি কঠোর হতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে থোক বরাদ্দের মাধ্যমে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তা এবং গ্রামীণ সড়কগুলোর গর্ত ভরাট করে জনদুর্ভোগ লাগব করতে হবে। হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অস্বচ্ছল মানুষের স্বার্থে চিকিৎসক’সহ সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনে চিকিৎসক ও কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় মতবিনিময়কালে সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ’সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।