ঢাকা 7:48 pm, Monday, 13 October 2025

মতলবে জৈনপুর এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী জৈনপুর এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে যায়। এতে কমপক্ষে ৮জন যাত্রী আহত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মতলব পৌরসভার মুন্সীরহাট বাসস্ট্যান্ড থেকে ১৫জন যাত্রী নিয়ে জৈনপুর এক্সপ্রেস নামের বাসটি মতলব-গৌরীপুর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আচমকা ওই বাসের স্টেয়ারিং ভেংগে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।

এ সময় মুন্সীরহাট এলাকার জরিনা বেগম, মো. রবিউল, মো. সোহরাব ও কুলসুমা আক্তার’সহ বাসটির অন্তত ৮ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন সেখান থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । আহত ব্যক্তিদের বাড়ি উপজেলার মুন্সীরহাট ও চাঁদপুরের বাবুরহাট এলাকায়।

আহতদের মধ্যে ৭ জনের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর থেকে বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

বাসের যাত্রী জরিনা বেগম বলেন, ‘বাসটি হঠাৎ উল্টাইয়া খালে পইরা গেল। কিছু বুঝনের আগেই দেহি, আমি’সহ সব যাত্রীরা খালের পানিতে।

এলাকার ওমর ফারুক বলেন, আমি বাড়ীর ছাদে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি বাস খাদে পড়ে গেছে। বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করি। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইউসুফ ও মতলব দক্ষিণ থানার এসআই আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পৌর তিনটি ওয়ার্ডে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

মতলবে জৈনপুর এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

Update Time : 10:36:27 pm, Tuesday, 7 October 2025

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী জৈনপুর এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে যায়। এতে কমপক্ষে ৮জন যাত্রী আহত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মতলব পৌরসভার মুন্সীরহাট বাসস্ট্যান্ড থেকে ১৫জন যাত্রী নিয়ে জৈনপুর এক্সপ্রেস নামের বাসটি মতলব-গৌরীপুর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আচমকা ওই বাসের স্টেয়ারিং ভেংগে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।

এ সময় মুন্সীরহাট এলাকার জরিনা বেগম, মো. রবিউল, মো. সোহরাব ও কুলসুমা আক্তার’সহ বাসটির অন্তত ৮ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন সেখান থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । আহত ব্যক্তিদের বাড়ি উপজেলার মুন্সীরহাট ও চাঁদপুরের বাবুরহাট এলাকায়।

আহতদের মধ্যে ৭ জনের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর থেকে বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

বাসের যাত্রী জরিনা বেগম বলেন, ‘বাসটি হঠাৎ উল্টাইয়া খালে পইরা গেল। কিছু বুঝনের আগেই দেহি, আমি’সহ সব যাত্রীরা খালের পানিতে।

এলাকার ওমর ফারুক বলেন, আমি বাড়ীর ছাদে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি বাস খাদে পড়ে গেছে। বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করি। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইউসুফ ও মতলব দক্ষিণ থানার এসআই আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।