চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফার বার্তা নিয়ে জনগনের আস্থা ভালোবাসা ও সমর্থন অর্জন করার জন্য প্রত্যকেটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। মতলব পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেছি, কুশল বিনিময় করেছি। জনগনের সমর্থন ও ভালোবাসা নিয়ে তারেক রহমানের বার্তা সকলের কাছে পৌছে দেয়ার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের গুজব-অপপ্রচার চালাতে পারে। বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সাথে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের কাজ একটি আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করা। ওনারা যাকে মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করবো।
আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব পৌর এলাকার চরমুকুন্দি, চরনিলক্ষী, মতলব বাজার এলাকার বিভিন্ন স্থানে দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী, রিক্সা-অটোরিক্সা চালক ও যাত্রীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র শাহ গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ বাবুল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা আল আমিন প্রধান, যুবদল নেতা রায়হান সুমন, নুর মোহাম্মদ মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জান-ই-আলম বাবু, মতলব সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব সরকার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার ফরাজী, ১নং ওয়ার্ড পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. মহসিন প্রধান, শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম পাটোয়ারী, মো. বিল্লাল হোসেন প্রধান, ১নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল প্রধান, ৭নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলী হোসেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল রাকিব, যুবদল নেতা মো. হানিফ প্রধান, রুবেল প্রধান, সালাম সওদাগর প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।