মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় সরকারি রাস্তায় চলাচলের জন্য চাঁদা দাবী করে না পাওয়ায় রাস্তা বন্ধ করে মারধর করেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী। রাস্তার বন্ধের প্রতিবাদ করলে প্রতিপক্ষের মারধরের ঘটনায় মুন্সী বাড়ীর ৪জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই এলাকার ভূক্তভোগিরা। এ বিষয়ে আজ মঙ্গলবার ইউএনওর বরাবর লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগি এলাকাবাসী।
অভিযোগকারী স্বপন জানান, গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) তাদের জায়গার উপর দিয়ে নির্মিত সরকারি রাস্তা দিয়ে চলাচল করলে তাদেরকে ৪লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। আমাদের বাড়ীর লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পার্শ্ববর্তী বেপারী বাড়ীর ও নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু, জয়নাল বেপারী, নজরুলসহ অন্যান্যরা রাস্তাটি গত রবিবার বন্ধ করে দেয়। এ সময় আমরা বাধা দিলে আমাদের মারধর করে। মারধরের ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, আমেনা বেগম (৪০), আমিন (৩৫), জসিম (৩৮), মোহাম্মদ (৪০)। তাদেরকে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, এই ঘটনায় ওই বাড়ীর প্রায় ৭শত ভোটার ও তিন হাজার লোকের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এখন রাস্তার পাশে পানি দিয়ে চলাচল করছে। গত দুদিন যাবৎ শিক্ষার্থীরা মাদ্রাসা, স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারছে না। অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেয়ার জোর দাবী জানিয়েছে ভুক্তভোগিরা।
ওই বাড়ীর একাধিক মহিলা জানান, দুদিন যাবৎ বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারছি না। আমরা চাঁদা দিতে পারিনি বলে আমাদেরকে মারধর করে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
একাধিক শিক্ষার্থী জানায়, রাস্তা বন্ধ করে দেয়ায় আমরা দুইদিন ধরে স্কুলে যাইতে পারতেছিনা। এ রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়া স্কুলে যাইতে অনেক সময় লাগে। আমাদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাটি খুলে দেয়া হউক।
নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী জানান, ওই বাড়ীর লোকজনের চুরি বিষয়ে সংঘর্ষ এড়াতে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে আমার কার্যালয়ে ডেকেছি। উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।