হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেসক্লাবের নিজস্ব অফিস স্থাপনের মধ্য দিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। সকলের আন্তরিকতা ও প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আশাকরি, সংবাদকর্মীরা তাদের কাজে আরো বেশি সাচ্ছন্দবোধ করবেন।
সভাপতি হোসাইন আহম্মদ (খালেকুজ্জামান শামীম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক। বক্তব্য শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাজী হারুন অর রশিদ।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, মো. হাবিবুর রহমান, সিনিয়র সদস্য যুগল কৃষ্ণ হালদার, গাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দীন বিএসসি’সহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কার্যকরি কমিটির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মেহেদী হাছান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ ও গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ ও শাখাওয়াত হোসেন শামীম উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রেসক্লাবের সদস্য মো. কামাল হোসেন, মনিরুজ্জামান বাবলু, এসএম মিরাজ মুন্সী, ইমাম হোসেন হীরা, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, রেজাউল করিম নয়ন, মো. জসিম উদ্দিন, পর্যবেক্ষক সদস্য এমআলী মজিব, রিয়াজ শাওন, জহির হোসেন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম জসিম’সহ অন্যান্য অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।