শাহরাস্তি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে (উফশী) ও হাইব্রিড জাতের সবজি বীজ এবং বিভিন্ন প্রকার সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) শাহরাস্তি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এই ভিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকরা সঠিক ব্যবহার করলে,যেমনেই ফসল উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে। এজন্য এই প্রনোদোনা সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে।
চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯৫জন কৃষক হাইব্রিড জাতের সবজি বীজ ও সার সহায়তা পান। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রতিটি হাইব্রিড সবজি বীজ গ্রহণকারী কৃষক পান ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি হাইব্রিড সবজি বীজ। অপরদিকে উফশী জাতের সবজি চাষিদের মাঝে ১২৫ গ্রাম করে সবজি বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুল আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নারগিস আক্তার এবং কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল হাসান, কৃষি উপসহকারী মোহাম্মদ মকবুল আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, মোঃ ইউনুস পাটোয়ার, মোঃ মুজিবুর রহমান, বলরাম সাহা, মোঃ গোলাম সারওয়ার, আশেক এলাহী, মোহাম্মদ আল আমিন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।