ঢাকা 12:02 am, Sunday, 26 October 2025

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে, এম,এ শুক্কুর পাটোয়ারী

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রকৃত বয়স্কদের বয়স্কভাতা প্রদান ও অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রণয়ন করা হবে। “গত ১৭ বছরে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারেনি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতিককে জয়লাভ করানো অতীব জরুরি। এতে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের মুক্তির বিজয়।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণকে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে উপাদী শান্তিনগর বাজার সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জারিকৃত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মহিলা সমাবেশে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম মিয়াজী, পৌর যুবদলের য্গ্মু আহ্বায়ক মো. শরীফ উল্লাহ টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাফায়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিফাত, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ সরকার প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদন্ড

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে, এম,এ শুক্কুর পাটোয়ারী

Update Time : 09:35:30 pm, Saturday, 25 October 2025

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রকৃত বয়স্কদের বয়স্কভাতা প্রদান ও অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রণয়ন করা হবে। “গত ১৭ বছরে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারেনি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতিককে জয়লাভ করানো অতীব জরুরি। এতে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের মুক্তির বিজয়।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণকে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে উপাদী শান্তিনগর বাজার সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জারিকৃত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মহিলা সমাবেশে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. মাসুদ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম মিয়াজী, পৌর যুবদলের য্গ্মু আহ্বায়ক মো. শরীফ উল্লাহ টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাফায়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিফাত, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ সরকার প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।