বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ফরিদগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি।
সভায় বক্তারা বলেন, অতীতের যেকোন সময়ের তুলনায় ফরিদগঞ্জে যুবদল শক্তিশালী। এর কারণ আমাদের নেতা ফরিদগঞ্জ বিএনপির কর্ণধার উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
তিনি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাহস যুগিয়েছেন বলেই আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিট থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নান ধানের শীষ প্রতিক নিয়ে ফরিদগঞ্জে এসে ফরিদগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গসংগঠনের তথা ফরিদগঞ্জ বাসীর মনের আশা পূরণ করবেন।
আমরা বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর উপর আমাদের বিশ্বাস রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ-সভাপতি সোহেল, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, সহ-সভাপতি শরীফ, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি রাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মিয়াজি, বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহ্ আলম, সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হাসান, বালিথুবা পূর্ব ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক কাউসার তালুকদার, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মাঝি, গুপ্টি পূর্ব ইউনিয়নের আহবায়ক মাহিন বেপারী, সদস্য সচিব বিল্লাল হাজী, সিনিয়ন যুগ্ন আহবায়ক হেলাল মজুমদার, গুপ্টি পশ্চিম ইউনিয়নের সভাপতি মহন পাটওয়ারী মানিক, সাধারণ সম্পাদক মিজান মোল্লা, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সভাপতি আব্দুল মমিন, সদস্য সচিব নয়ন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আক্তার হোসেন, চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিঠু, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের সভাপতি রিয়াদ গাজী, সাধারণ সম্পাদক অনিক হাসান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রূপসা উত্তর ইউনিয়নের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব হাসান, রূপসা দক্ষিণ ইউনিয়নের সভাপতি ফয়েজ খান, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী।
ফরিদগঞ্জ প্রতিনিধি: 
























