চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। নিহত ছাত্র ওই ইউনিয়নের হরিদাস পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায় , ঘটনার দিন জুনায়েদ তার সাথে পড়ে মাদ্রাসায় অন্য ছাত্রদের সাথে মাদ্রাসার ঘাটলায় গোসল করতে নামে। সকলে মিলে ডুবাডুবি করে ( তবে সে সাঁতার জানতো)।এক পর্যায়ে সে ডুব দিয়ে আর উঠে না। সাথের ছাত্ররা তাকে না দেখে তাকে খোঁজতে থাকে। পরে খোঁজাখুঁজি করে ঘাটলার নিচে থেকে তাকে উদ্ধার করে। পরে শিক্ষকদের বিষয়টি জানালে তারা প্রথমে পয়ালী কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায় । কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য-সহকারী দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
সফিকুল ইসলাম রিংকু: 























