ঢাকা 12:11 am, Thursday, 30 October 2025

কচুয়ার জুলাই মঞ্চ নেত্রীর মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেপ্তার

এনসিপি নেতা আল আমিন সৈকত।

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণা এমন অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’-এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ দেওয়ার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুই দিন অনশন চলার পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে কর্মহীন ২ দিনমজুরকে জামায়াতে ইসলামীর অটোরিকশা উপহার

কচুয়ার জুলাই মঞ্চ নেত্রীর মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেপ্তার

Update Time : 11:23:54 pm, Wednesday, 29 October 2025

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণা এমন অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’-এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ দেওয়ার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুই দিন অনশন চলার পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।