চাঁদপুরের মতলব পৌরসভা ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় মতলব পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভা যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি সাইয়েদুল আরেফিন শ্যামল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুব বিভাগের সেক্রেটারি সাংবাদিক এ এম ইদ্রিস খান।
সভা পরিচালনা করেন ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শহিদুল ইসলাম গাজী।
নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহবায়ক: মোঃ রায়হান প্রধান যুগ্ম-আহবায়ক: মোঃ আব্দুস সালাম মিয়াজী ( সিয়াম) মোঃ গোলাম রাব্বি ( ইসমাইল)
সদস্য-সচিব: মোঃ রাশেদুল ইসলাম সদস্য: মোঃ শাকিল আহমেদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জসিমউদ্দীন গাজী।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত। ইসলামি আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে তুলতে তরুণদের আদর্শিক ও সাংগঠনিকভাবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই ন্যায়, সুশাসন ও সামাজিক পরিবর্তনের আন্দোলনে বিশ্বাস করে। এই নবগঠিত কমিটি মতলব পৌরসভায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মতলব দক্ষিণ প্রতিনিধি: 









