চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এক অভিযানে মতলব দক্ষিণ উপজেলার ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটকৃত মাদক কারবারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওই ইউনিয়নের পাঁচঘড়িয়া গ্রামের খান বাড়ির মমিন খানের ছেলে মোঃ আওলাদ খান (৪০) কে পাঁচগ্রাম গাঁজা ও মাদক বিক্রির সাড়ে ১২ হাজার টাকা সহ আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে নায়েরগাঁও বাজারের পাশে সওদাগর বাড়িতে অভিযান পরিচালনা করে মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ আব্দুল খালেক (৪৭) কে ইয়াবা বিক্রির ৬৮ হাজার টাকা সহ আটক করা হয়। তাকেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে আয়াত আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫) কে চার পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজকের এই অভিযান পরিচালিত হয়।
সফিকুল ইসলাম রিংকু 




















