ঢাকা 11:49 am, Friday, 14 November 2025

এবার ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাত দলের হানা, ৩জন আহত, নিয়ে গেছে ১০ লক্ষ টাকার মালামাল

চাঁদপুরের ফরিদগঞ্জে আবারো দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুটে নেয়। এসময়ে ডাকাতদের হামলায় ঘরে থাকা নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে।

ঘটনাটি বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন, জেসমিন বেগম(৩৮), নূর(১০) ও আলো(১০)।

আহত জেসমিন বেগমের ভাই ফরিদ হোসেন জানান, বুধবার দিনগত রাতে বোয়ালিয়া গ্রামের উত্তর কাজি বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের মারধর ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাত দল।

তিনি জানান, ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম চাঁদপুরের হাফেজা হুমায়রা

এবার ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাত দলের হানা, ৩জন আহত, নিয়ে গেছে ১০ লক্ষ টাকার মালামাল

Update Time : 10:15:06 am, Friday, 14 November 2025

চাঁদপুরের ফরিদগঞ্জে আবারো দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুটে নেয়। এসময়ে ডাকাতদের হামলায় ঘরে থাকা নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে।

ঘটনাটি বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন, জেসমিন বেগম(৩৮), নূর(১০) ও আলো(১০)।

আহত জেসমিন বেগমের ভাই ফরিদ হোসেন জানান, বুধবার দিনগত রাতে বোয়ালিয়া গ্রামের উত্তর কাজি বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের মারধর ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাত দল।

তিনি জানান, ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।