বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচিই এদেশের জনগণের আশা আঙ্খকার প্রতিক হয়ে উঠেছে। আর তার বাস্তবায়ন তখনই সম্ভব হবে, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিক ধানের শীষে প্রতিকে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।
বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদের আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। কে কী বললো এখন সেদিকে তাকানোর সময় নেই, আমাদের উদ্দেশ্য আগামী একটাই ধানেরশীষ। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপির কর্ণধার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের মার্কা ধানের শীষ। আর তাদের মনোনীত প্রতিনিধি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের ধানের শীষের বাহক হিসেবে আমার ঘাড়ে এই দায়িত্ব অর্পিত হয়েছে। আমার বিশ্বাস অতীতের ন্যায় আবারো সকলে মিলে ধানের শীষ বিজয়ী হবে।
রোববার (১৬ নভেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী গ্রামের পূর্ব লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাও.আবুল কালামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ বেপারী, সাবেক সহভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুজন আখন ও উপজেলা মহিলা নেত্রী পারুল বেগম ও শারমিন করিম। এছাড়া স্থানীয় ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও জনগণের পক্ষে বিভিন্ন জন বক্তব্য রাখেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥ 






















