দেড় সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহনে শোভা যাত্রা করেছে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যাণ্ড থেকে এই শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাইক ছাড়াও বিভিন্ন যানবাহনে এই নেতার সমর্থকরা অংশগ্রহন করে।
শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সংস সদস্য প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছে। সেইজন্য মানুষ এখন বিকল্প চিন্তা ভাবনা করছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একামত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজতসহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দে নিরাপদ জীন যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই এবারের নির্বাচনে মানুষ জামায়াত ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষ তাদের সমর্থন ব্যক্ত করছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনসহ সর্বত্রই জামায়াত ইসলামীর বিজয় হবেই।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারী মো. হারুন অর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান উপজেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি: 























