ঢাকা 9:46 pm, Sunday, 23 November 2025

মতলবে নিজ ঘরে আগুনে পুরে এক বৃদ্বার মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে জেওরা খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর-২০২৫) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। মৃত জেওরা খাতুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তাঁর সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।

চৌধুরী বাড়ির বাসিন্দা উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ১২টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

মৃত জেওরা খাতুনের বড় ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনো দিন চিন্তাও করি নাই।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে আমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি কেউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাইমচরে প্রেম করে বিয়ে, পরকীয়ার অভিযোগে অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুন

মতলবে নিজ ঘরে আগুনে পুরে এক বৃদ্বার মৃত্যু

Update Time : 08:56:43 pm, Sunday, 23 November 2025

চাঁদপুরের মতলব দক্ষিণে নিজ বসতঘরে আগুনে পুড়ে জেওরা খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর-২০২৫) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। মৃত জেওরা খাতুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তাঁর সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।

চৌধুরী বাড়ির বাসিন্দা উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ১২টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

মৃত জেওরা খাতুনের বড় ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনো দিন চিন্তাও করি নাই।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে আমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি কেউ।