চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে গৃহহীন বিধবা হালিমা বেগমকে ঘর উপহার দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল (২৩ নভেম্বর) রোববার বিকেলে তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের আয়োজনে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গৃহহীন বিধবা হালিমা বেগমকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়।
বসতঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাজনীতি করে মানবতার জন্য। আমরা সকলে সম্মিলিতভাবে যেকোনো অসহায় পরিবারের পাশে দাঁড়ালেই সমাজে আর অসহায় এবং দারিদ্রতা থাকবেন। তিনি বলেন, একটি স্বাধীন, উন্নত রাষ্ট্রে কোন নাগরিক গৃহহীন অথবা ভূমিহীন থাকতে পারে।
এতদিন এমপি মন্ত্রীদের মুখে আমরা শুধু উন্নয়নের বুলি শুনেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে তার উল্টো। তাই প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ ও সৎ ব্যক্তিদের জনপ্রতিনিধি নির্বাচিত করা। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। ইসলামী অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে। ইসলামী আন্দোলনের রাজনীতিই হচ্ছে বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমরা শাসক হতে চাই না, সেবক হতে চাই।
তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচনে সাধারণ মানুষ তাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভেবেচিন্তে ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দিক। দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের কে সমাজ থেকে না বলতে হবে। তাহলেই আমরা দারিদ্রতা দূর করে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মারুফ সরদার বলেন, আমাদের ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গাজী বাড়ির মৃত জামাল গাজীর স্ত্রী বিধবা হালিমা বেগম দীর্ঘদিন যাবত একটি জরাজীর্ণ ঘরে ছেলে সন্তানদের নিয়ে অসহায় জীবন যাপন করছে।
বিষয়টি যখন আমাদের নজরে আসে, তখন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উনার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেই। আমাদের চাঁদপুর-৩ আসনের হাতপাখা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ভাইয়ের দিক নির্দেশনায় হালিমা বেগমের পরিবারের জন্য একটি পরিপূর্ণ বসত ঘর নির্মাণ করি।
ঘরের বৈদ্যুতিক মিটার ও যাবতীয় কাজ সম্পন্ন করার পর আজকে আমরা হালিমা বেগমের হাতে ঘরটি হস্তান্তর করতে পেরেছি। তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য দোয়া করেছেন। আগামী দিনেও আমরা এজাতীয় মানবিক কাজে সম্পৃক্ত থাকতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ ফরিদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন,জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসিরুল্লাহ বাহাদুর, তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ সরদার, সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বন্দুকশী, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ চোকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 






















