ঢাকা 11:42 pm, Tuesday, 25 November 2025

হাজীগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি মহড়া

হাজীগঞ্জে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে প্রস্তুতি জোরদার করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধান উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন স্টেশনের কর্মকর্তা–কর্মচারী ও দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মরত স্বেচ্ছাসেবীরা। মহড়ায় ভূমিকম্পের সময় ব্যক্তিগত নিরাপত্তা, দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সরঞ্জাম ব্যবহারের বাস্তব অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন। তিনি বলেন, “দুর্যোগের সময় আতঙ্ক নয়, প্রস্তুতি ও প্রশিক্ষণই জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত এই ধরনের মহড়া অত্যন্ত জরুরি।”

মহড়ায় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন দলনেতা মো. ইয়াসিন আরাফাত, ভারপ্রাপ্ত উপ–প্রধান–২ ফাহমিদা ইমাম মিথিলা, প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান, আইসিটি বিভাগের প্রধান ইমন হাসান, ভারপ্রাপ্ত উপ–প্রধান নাঈম হাসান, তহবিল বিভাগের প্রধান রায়হানসহ অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

ফায়ার সার্ভিস জানায়, নিয়মিত এসব প্রশিক্ষণ দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

হাজীগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি মহড়া

Update Time : 10:00:44 pm, Tuesday, 25 November 2025

হাজীগঞ্জে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে প্রস্তুতি জোরদার করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধান উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন স্টেশনের কর্মকর্তা–কর্মচারী ও দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মরত স্বেচ্ছাসেবীরা। মহড়ায় ভূমিকম্পের সময় ব্যক্তিগত নিরাপত্তা, দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সরঞ্জাম ব্যবহারের বাস্তব অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন। তিনি বলেন, “দুর্যোগের সময় আতঙ্ক নয়, প্রস্তুতি ও প্রশিক্ষণই জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত এই ধরনের মহড়া অত্যন্ত জরুরি।”

মহড়ায় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন দলনেতা মো. ইয়াসিন আরাফাত, ভারপ্রাপ্ত উপ–প্রধান–২ ফাহমিদা ইমাম মিথিলা, প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান, আইসিটি বিভাগের প্রধান ইমন হাসান, ভারপ্রাপ্ত উপ–প্রধান নাঈম হাসান, তহবিল বিভাগের প্রধান রায়হানসহ অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

ফায়ার সার্ভিস জানায়, নিয়মিত এসব প্রশিক্ষণ দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।