ঢাকা 12:38 am, Wednesday, 26 November 2025

বাগাদীতে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচারণা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

দিনের শুরুতে ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ কর্মসূচির শুরু করেন। এরপর দিঘির পাড়, খান বাড়ি, ৫নং ওয়ার্ডের মকিমপুর, শীল বাড়ি, আখন্দ বাড়ি, ৬নং ওয়ার্ডের হাবী গাজী বাড়ি, পানা উল্যাহ মিয়াজী বাড়ি, ৭নং ওয়ার্ডের ছোবহানপুর বেপারী বাড়ি, মিজি বাড়ি, বাহাদুর খান বাড়ি, আমির গাজী বাড়ি ও হাজী আব্দুল কাদের মিয়াজী বাড়িসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় দেখা যায় মানুষের ঢল। নারী-পুরুষ, যুবক, প্রবীণ, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকেই ঘরের কাজ বন্ধ রেখে, দোকান-পাট সাময়িক বন্ধ রেখে নেতাকে একনজর দেখতে রাস্তায় দাঁড়ান। কেউ দরজা খুলে পরিবারের সবাইকে নিয়ে স্বাগত জানান, শিশুরা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়, আবার অনেক নারী বারান্দা থেকে ফুল ছুঁড়ে দেন।

গণসংযোগ চলাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন। আপনাদের ভোটে যদি ধানের শীষ জয়ী হয়, আমি প্রতিটি দরজায় সেবা পৌঁছে দেব—বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহায়তা—যা প্রয়োজন হবে, সবকিছুতে আপনাদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিশেষ করে মহিলাদের হাতে দেওয়া এই কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। এতে মানুষের জীবনযাত্রা হবে সহজ ও স্বস্তিদায়ক।

উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য ও বাগদী ইউনিয়ন সমন্বয়কারী অ্যাড. আলম খান মঞ্জু, সদস্য পীরজাদা বরকত উল্যাহ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, বাগাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসীন আলম মিয়াজী, সাধারণ সম্পাদক মো. মমিন গাজী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ কবিরাজসহ বাগাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষায়, মানিক ভাই আমাদের মানুষের নেতা। আন্দোলনেও ছিলেন, এখন নির্বাচনের সময়ও আমাদের পাশে আছেন। এবারের বিজয় আমরা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

পুরো বাগাদী ইউনিয়নে এদিন ধানের শীষকে ঘিরে তৈরি হয় গণজোয়ার। জনস্রোত, উচ্ছ্বাস ও সাড়া দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—চাঁদপুর-৩ আসনের আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

উন্নয়নে পিছিয়ে থাকলেও টোল আদায়ে এগিয়ে ফরিদগঞ্জ পৌরসভা

বাগাদীতে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচারণা

Update Time : 10:31:45 pm, Tuesday, 25 November 2025

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

দিনের শুরুতে ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ কর্মসূচির শুরু করেন। এরপর দিঘির পাড়, খান বাড়ি, ৫নং ওয়ার্ডের মকিমপুর, শীল বাড়ি, আখন্দ বাড়ি, ৬নং ওয়ার্ডের হাবী গাজী বাড়ি, পানা উল্যাহ মিয়াজী বাড়ি, ৭নং ওয়ার্ডের ছোবহানপুর বেপারী বাড়ি, মিজি বাড়ি, বাহাদুর খান বাড়ি, আমির গাজী বাড়ি ও হাজী আব্দুল কাদের মিয়াজী বাড়িসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় দেখা যায় মানুষের ঢল। নারী-পুরুষ, যুবক, প্রবীণ, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকেই ঘরের কাজ বন্ধ রেখে, দোকান-পাট সাময়িক বন্ধ রেখে নেতাকে একনজর দেখতে রাস্তায় দাঁড়ান। কেউ দরজা খুলে পরিবারের সবাইকে নিয়ে স্বাগত জানান, শিশুরা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়, আবার অনেক নারী বারান্দা থেকে ফুল ছুঁড়ে দেন।

গণসংযোগ চলাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন। আপনাদের ভোটে যদি ধানের শীষ জয়ী হয়, আমি প্রতিটি দরজায় সেবা পৌঁছে দেব—বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহায়তা—যা প্রয়োজন হবে, সবকিছুতে আপনাদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিশেষ করে মহিলাদের হাতে দেওয়া এই কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। এতে মানুষের জীবনযাত্রা হবে সহজ ও স্বস্তিদায়ক।

উঠান বৈঠক ও গণসংযোগে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য ও বাগদী ইউনিয়ন সমন্বয়কারী অ্যাড. আলম খান মঞ্জু, সদস্য পীরজাদা বরকত উল্যাহ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, বাগাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসীন আলম মিয়াজী, সাধারণ সম্পাদক মো. মমিন গাজী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ কবিরাজসহ বাগাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষায়, মানিক ভাই আমাদের মানুষের নেতা। আন্দোলনেও ছিলেন, এখন নির্বাচনের সময়ও আমাদের পাশে আছেন। এবারের বিজয় আমরা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

পুরো বাগাদী ইউনিয়নে এদিন ধানের শীষকে ঘিরে তৈরি হয় গণজোয়ার। জনস্রোত, উচ্ছ্বাস ও সাড়া দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—চাঁদপুর-৩ আসনের আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।