৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন হাইমচর থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ হারুন উর রশিদ, উপজেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম শিমুল, এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ জহির মাঝি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম.আশরাফুল হক, উপজেলা প্রকৌশলী (অ.দা) মোঃ আশরাফুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, পল্লী বিদ্যুৎ এজিএম রোকসানা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ বারেক বকাউল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ আলমগীর হোসেন (আসিফ) 


















