হাজীগঞ্জে সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্ন মানবিক ফাউন্ডেশন’ এর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, নাতে রাসূল (সা.) পরিবেশন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু, ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনা করেন, দোয়ালিয়া পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. জহিরুল ইসলাম।
এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল পরিচালনা করেন, দোয়ালিয়া পোদ্দার বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. মাহবুবুর রহমান, দোয়ালিয়া আল-আমিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. নেছার আহমেদ। মাহফিলে নাতে রাসূল (সা.) ও ইসলামী সংগীত পরিবশেন করেন, স্থানীয় মাদরাসার শিশু শিক্ষার্থীরা।
এ সময় ভারাকান্ত ও আবেগাপ্লুত কন্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত আলেম-ওলামা, স্থানীয় ও এলাকাবাসী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থণা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনিসুর রহমান পাটওয়ারী কানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সর্দার, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মুজাম্মেল হক শাহিন, ছাত্রদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির হোসেন বুলবুল ও সদস্য আবু সুফিয়ান।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান এনামের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলমের উপস্থাপনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে ইউনিয়ন যুবদলের (পূর্ব) সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম মীর, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মারুফ হাজী, ছাত্রদলের সভাপতি জহির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল হোসেন, আব্দুল মালেক, এমদাদুল হক ইমু, জাকির হোসেন, হাফেজ মহিন উদ্দিন’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বপ্ন মানবিক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 
















