চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিপদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী প্রমুখ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোস্তফা কামাল পাটওয়ারী, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মাহফুজ মল্লিক, সফিকুল ইসলাম রিংকু, সাংবাদিক সাইফুর রহমান সবুজসহ উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু 

























