চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ মতলব উপজেলা ও পৌর বিএনপি এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ড. জালাল উদ্দিন। এছাড়াও বিএনপি’র উপজেলা সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দক্ষিণ মতলব নিউ হোস্টেল মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাঁড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
জালাল উদ্দিন আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুন:উদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, জাতীয় ঐক্যের জন্যও খুবই প্রয়োজন।
তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশগ্রহণ করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করবেন ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে পুরো মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ। শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ও দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
সফিকুল ইসলাম রিংকু 
























